ঝিনাইদহে দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহে দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা লেডিসক্লাবের উদ্যোগে পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরে গতকাল দুপুরে এসব সামগ্রী অসহায়, দুস্থ ও এতিমদের মঝে বিতরণ করা হয়।
শতাধিক শিশু, নারী-পুরুষের মাঝে শাড়ি, পাঞ্জাবী, শিশুদের পোষাক, সেমাই-চিনি সহ নানা প্রকার ইদ সামগ্রী দেয়া হয়। এসময় এডিসি সার্বিকের স্ত্রী রত্না, জেলা পরিষদ সচীবের স্ত্রী সেরিনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম সহ লেডিসক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।